Home অন্যান্য নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে মারা গেলেন কনেস্টবল জাহেদ

নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে মারা গেলেন কনেস্টবল জাহেদ

আ ফ ম জাহেদ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন পুলিশ কনেস্টবল আ ফ ম জাহেদ (৪১)।
বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিএমপির ট্রাফিক-উত্তর বিভাগে তিনি কর্মরত ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া। গত ২৫ জুন নমুনা দেয়া হয়েছিল পরীক্ষার জন্য।
 সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মো. আবুবকর সিদ্দিক জানিয়েছেন, গত মঙ্গলবার ট্রাফিক কনস্টেবল আ ফ ম জাহেদ হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল ও পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।
আ ফ ম জাহেদ গত ২৩ জুন কর্তব্যরত অবস্থায় অসুস্থতাবোধ করলে বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেন। চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। পরে ২৫ জুন পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। সেই রিপোর্ট এখনও পাওয়া যায়নি।