Home অন্যান্য পানির নিচে কৃষকের স্বপ্ন

পানির নিচে কৃষকের স্বপ্ন

ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে চরাঞ্চলের ফসল। আধা-পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছে কৃষক, কৃষাণি। ছবি: নয়ন দাস

বিজনেসটুডে২৪ সংবাদদাতা

কুড়িগ্রাম: ব্রহ্মপুত্র নদের পানি হঠাৎ বেড়ে গেছে।  জেলার রৌমারী, রাজিবপুর, চিলমারী উপজেলার চর অঞ্চলের নিচু জমিতে আধা পাকা জমির ধান তলিয়ে গেছে।

কৃষকেরা ব্যাপক ক্ষতির আশঙ্কায় কেটে নিচ্ছে আধাপাকা ধান।এখন ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় আছে তারা ।

নদী ভাঙ্গনের কান্না না থামতেই চরের নিচু অঞ্চলের কৃষকের স্বপ্নের সোনার ফসল এবার ডুবে যাচ্ছে। দেশের উত্তরের চর অঞ্চল নদ-নদী বিস্তৃত জেলা কুড়িগ্রাম। প্রতি বছর ভারত থেকে নেমে আসা ঢল ও অতি বৃষ্টিতে সর্বশ্বান্ত হয়ে যায় চর অঞ্চলের কৃষক।

রৌমারী উপজেলার চর শৌলমারী, চর ঘুঘুমারী, সোনাপুর, চর কাজাইকাটা, খেদাইমারী, সুখের বাতী, মশালের চর, ফুলকার চর এবং মিয়ার চর, রাজিবপুর উপজেলার কোদাল কাটি, চর সাজাই, মোহনগঞ্জ, নয়ার চর, চিলমারী উপজেলার নয়ার হাট,অষ্টমির চর, বজরা, খরখড়িয়া, ডাটিয়া পাড়া, উলিপুর উপজেলায় সাহেব আগলা, বুড়া-বুড়ি, হাতিয়া, ফকিরের হাট, বেগমগঞ্জ এলাকাসহ জেলার বিভিন্ন জায়গায় ধান এখন পানির নিচে ।

আধাপাকা ধান ডুবে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন এসব এলাকার কৃষক। নতুন এলাকায় যাতে পানি ঢুকে না পড়ে সে লক্ষ্যে স্থানীয়দের পক্ষ থেকে চেষ্টা চলছে।

বর্তমান পরিস্থিতিতে চলতি মৌসুমে জেলায় ইরি ধানের উৎপাদন ব্যাপক হ্রাস পাওয়ার আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগ।