Home আগরতলা প্রণব মুখার্জির অবস্থার অবণতি

প্রণব মুখার্জির অবস্থার অবণতি

প্রণব মুখোপাধ্যায়

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে দিল্লির আর্মি হাসপতাল। বিবৃতিতে বলা হয়েছে, “মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় সোমবার অস্ত্রোপচার করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। কিন্তু তার পরেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।”

রবিবার রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান  প্রণব মুখোপাধ্যায়। রক্তপাত না হলেও, সোমবার সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে আর্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এ ভর্তি হন। এমআরআই স্ক্যানে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে।

 জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সে সময় দেখা যায়, প্রণববাবুর শরীরে বাসা বেঁধেছে কোভিড। সেই অবস্থাতেই সোমবার রাতে অস্ত্রোপচার হয় তাঁর। তার পর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে।

সোমবার দুপুরে প্রণব টুইট করেন, ‘অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পরে আমার কভিড-১৯ পরীক্ষা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তারা যেন আইসোলেশনে যান এবং কভিড-১৯ পরীক্ষা করান।’