Home Second Lead বিজিএপিএমইএ সদস্যদের করোনা চিকিৎসায় বিশেষ উদ্যোগ

বিজিএপিএমইএ সদস্যদের করোনা চিকিৎসায় বিশেষ উদ্যোগ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে গার্মেন্টস এক্সসরিজ এন্ড প্যাকিজং এসোসিয়েশন (বিজিএপিএম্ইএ) এ তাদের চট্টগ্রামের সদস্যদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রথম সহ-সভাপতি খন্দকার লতিফুর রহমান আজিম- এর নেতৃত্বে গঠিত ৮ সদস্য বিশিষ্ট কোভিড-১৯ সাপোর্ট সেল এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

গৃহীত বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে সদস্য-সদস্যাদের বাসাবাড়িতে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা সেবার জন্য দু’জন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে চুক্তি করা হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা এবং ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

খন্দকার লতিফুর রহমান আজিম

প্রথম সহ-সভাপতি খন্দকার লতিফুর রহমান আজিম বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ এবং অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে রাখা হয়েছে সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য। চট্টগ্রামে করোনা চিকিৎসা সেবায় নিয়োজিত একটি সরকারি হাসপাতাল, একটি বেসরকারি হাসপাতাল এবং ফিল্ড হাসপাতালের সাথে যোগাযোগ রাখা হয়েছে যাতে প্রয়োজন হলে অগ্রাধিকারভিত্তিতে চিকিৎসা নিশ্চিত হয়।

কোয়ান্টাম মেথড-এর সাথেও যোগাযোগ রাখা হয়েছে। প্রয়োজনে তারা সহায়তা করবেন।

জানান, ৫ জুন থেকে এ পর্যন্ত ৫৬ জনের করোনা টেস্ট-এ সহায়তা করা হয়েছে। চিকিৎসা সেবা নিয়েছেন ২৫ জন।