Home রকমারি সংবাদ বিশ্বের সবথেকে দামি ভেড়া বিক্রি ৭ লাখ ২৯ হাজার ডলারে

বিশ্বের সবথেকে দামি ভেড়া বিক্রি ৭ লাখ ২৯ হাজার ডলারে

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভেড়াদের মধ্যে সেরা সে। বিশ্বের সবথেকে দামি ভেড়া ‘ডবল ডায়মন্ড’ বিক্রি হয়ে গেল একটি নিলামে। দাম উঠেছে ৭ লাখ ২৯ হাজার ডলার্

এই সপ্তাহেই স্কটল্যান্ডে একটি নিলামে বিক্রি হয়ে গিয়েছে বাদামি রঙের টেক্সেল প্রজাতির এই ভেড়া। সংবাদসংস্থা সূত্রে খবর, স্কটল্যান্ডের ল্যানমার্কে স্কটিশ ন্যাশনাল টেক্সেল সেলের আগে থেকেই এই ভেড়া নিয়ে শুরু হয়েছিল চর্চা।

স্কটল্যান্ডে টেক্সেল শিপ সোসাইটির তরফে মাঝেমধ্যেই এই রকমের ভেড়াদের নিলাম করা হয়। সেখানে ভালই দাম ওঠে তাদের। তাই বলে একটা ভেড়ার এত দাম উঠবে তা হয়তো ভাবতেই পারেননি কেউ। অন্যান্য ভেড়ার থেকে অবশ্য একটু বেশি দামেই শুরু হয়েছিল ডবল ডায়মন্ডের নিলাম। শুরুতে তার দাম রাখা হয় সাড়ে ৯ লাখ টাকা। শুরু হয় নিলাম। দাম বাড়তেই থাকে। সবাই যেন কেনার জন্য মুখিয়ে ছিলেন।

অবশেষে দাম বাড়তে বাড়তে ৭ লাখ ২৯ হাজার মার্কিন ডলারে পৌঁছে যায়।  জানা গিয়েছে একজনের পক্ষে এই দাম দেওয়া সম্ভব হয়নি। তিনটি ফার্ম মিলে একসঙ্গে কিনেছে এই ভেড়া। তাই চুক্তি মোতাবেক টাকা জমা দেওয়ার পরেই ভেড়াটিকে পাঠিয়ে দেওয়া হবে।

ভেড়াটিকে যে তিনটি ফার্ম কিনেছে তার মধ্যে একটি ফার্মের মালিক জেফ এইকেন দ্য গার্ডিয়ানকে বলেছেন, “এটা অন্য আর পাঁচটা ব্যবসার মতোই। ঘোড় দৌড়ই হোক কিংবা ভেড়ার ব্যবসা। সবসময়ই কোনও বিশেষ প্রজাতির জিনিস সামনে আসে। এই নিলামে এক বিশেষ প্রজাতির ভেড়া নিলামে এসেছিল। তাই সবাই এই ভেড়াটি কিনতে চেয়েছিলেন।” টেক্সেল শিপ সোসাইটি জানিয়েছে, এই টেক্সেল প্রজাতির ভেড়া সবথেকে উৎকৃষ্ট। তাদের মাংসও নাকি খুব সুস্বাদু। হল্যান্ডে এই জাতীয় ভেড়া দেখতে পাওয়া যায়। তাই যাঁরা ভেড়া নিয়ে কারবার করেন, তাঁদের কাছে এই ভেড়া খুবই লোভনীয়।