Home শিক্ষা ইউজিসি সদস্য হলেন ড. তাহের

ইউজিসি সদস্য হলেন ড. তাহের

ড. মো. আবু তাহের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বর্তমানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্বরত ড. মো. আবু তাহেরকে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী চার বছরের জন্য তিনি এই পদে নিয়োগ পেলেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক ড. মো. আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন অনুষদের নির্বাচিত ডিন এবং ডেপুটেশনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন।

ড. মো. আবু তাহের-এর বাড়ি সাতকানিয়ার বাবুনগরে।