Home অন্যান্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে

বরিস জনসন

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনাভাইরাস আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট তথা আইসিইউ-তে ।

দিন সাতেক আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যদিও তখনও পর্যন্ত উপসর্গ ছিল মৃদু। তারপর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি।

কিন্তু উপসর্গ তীব্র হওয়ায়  তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সংবাদসংস্থা জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের উদ্বেগ একটু বেড়েছে। তাই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, “রবিবার থেকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রধানমন্ত্রী। কারণ, শরীরে ভালরকম উপসর্গ ছিল। ক অবস্থার অবনতিতে  হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে”।

প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে ওই মুখপাত্র আরও জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর পরিবর্তে বিদেশমন্ত্রী ডমিনিক রাব প্রয়োজন অনুযায়ী সরকারের নেতৃত্ব দেবেন”।

জনসনের প্রেমিকা ক্যারি সেমন্ডস এখন সন্তানসম্ভবা। তিনিও করোনার অল্পস্বল্প লক্ষণ নিয়ে গত কয়েক দিন বাড়িতেই শয্যাশায়ী ছিলেন বলে টুইট করে জানিয়েছেন। কিন্তু তাঁর কোনও করোনা পরীক্ষা করা হয়নি।