Home Second Lead ‘মানবতার ডাকে সাড়া, দিন রাত ২৪ ঘণ্টা’

‘মানবতার ডাকে সাড়া, দিন রাত ২৪ ঘণ্টা’

 

চট্টগ্রাম: ‘মানবতার ডাকে সাড়া, দিন রাত ২৪ ঘণ্টা’ এই স্লোগানে নগরীর সাধারণ রোগীদের বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে টাইগারপাসে সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এ সেবার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি ও সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, ডেপুটি গভর্নর মশিউল আলম স্বপন।

সিটি মেয়র সংস্থার এ উদ্যোগের প্রশংসা করেন এবং আশা করেন যে আরও বিভিন্ন সংগঠন অনুরূপ উদ্যোগ নিয়ে বর্তমান দুঃসময়ে নগরবাসীর সেবায় এগিয়ে আসবে।

সেবার প্রয়োজনে চারটি মোবাইল ফোন নাম্বারে (০১৬১৭ ৪৪৫৫৪৪, ০১৭১৮ ২১৮৪১৫, ০১৭১২ ৮২৩৭২১ ও ০১৫১৯ ৭০২০২০) যোগাযোগ করতে বলা হয়েছে। এই সেবার আজ প্রথমদিনে কয়েকজনের আহ্বানে সাড়া দেয়া হয়েছে।

-সংবাদ বিজ্ঞপ্তি