কৌশিক পোল্ল্যে
কলকাতা: কোয়েল মল্লিকের পর এবার মা হতে চলেছেন টলিপাড়ার আর এক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দু’বছর আগে সকলকে চমকে দিয়ে একসঙ্গে পথ চলা শুরু করেন পরিচালক রাজ চক্রবর্তী ও তার ‘পরিণীতা’ শুভশ্রী। এবারের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে চমক হিসেবে ভক্তদের সঙ্গে এই সুখবরটি শেয়ার করে নিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার রাজের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। উল্লেখ্য বিষয় উভয়ের টি-শার্টেই স্পষ্টভাবে লেখা রয়েছে নতুন অতিথির আগমনের খবর, এবং সে আসছে অতি শীঘ্রই এই ২০২০তেই, এমনটাই জানা গিয়েছে। ‘ধর্মযুদ্ধ’ সিনেমার দৌলতে একজন গর্ভবতী মহিলার চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি শুভশ্রীকে, এবার রিয়েল লাইফেও তার সেই স্বপ্ন সত্যি হয়ে ধরা দিল।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর উদযাপনের মুহূর্তে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা নতুন হাত পেতে চলেছি ধরার জন্য এবং একটি হৃদয় পেতে চলেছি ভালোবাসার জন্য। আমরা সন্তানসম্ভবা।”
এককথায় বলতে গেলে নতুন অতিথির আগমনের সুখবরে গমগম করছে টলিপাড়া। টলিউডের সমস্ত তারকা থেকে শুরু করে সাধারন মানুষ সকলেই এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন। সকলকে এত বড় আনন্দের খবর জানাতে পেরে ভীষন খুশি এই দম্পতি।