Home First Lead মোংলা সচল, ১১ জাহাজ থেকে পণ্য খালাস চলছে

মোংলা সচল, ১১ জাহাজ থেকে পণ্য খালাস চলছে

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি

খুলনা: সচল হয়েছে মোংলা বন্দর। শুক্রবার সকাল থেকে এখানে মালামাল খালাস শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, ১১ টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে পুরোদমে।

মহাবিপদ সংকেত জারির পর মালামাল হ্যান্ডলিং বন্ধ  করে দেয়া হয়। সব জাহাজের হ্যাচ বন্ধ করে দেয়া হয়। জাহাজসমূহ চলে যায় নিরাপদ এলাকায়। দুর্যোগ কেটে যাওয়ার পর বিপদ সংকেত নামিয়ে তৎপরিবর্তে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়। এরপর বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে আজ শুরু হয়েছে জাহাজ থেকে পণ্য খালাস।