Home অন্যান্য মোহাম্মদ নাসিমের এখনও কোন সাড়া নেই

মোহাম্মদ নাসিমের এখনও কোন সাড়া নেই

মোহাম্মদ নাসিম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এখনও ভেন্টিলেশনে এবং শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া রবিবার বিকেলে এ কথা জানিয়ে বলেন, এখনো কোনা সাড়া নেই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। এখনও ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল এখনও সে রকম।

আরো বলেন, তার অবস্থা অপরিবর্তিত, কালকের (শনিবার) মতোই আছেন মোহাম্মদ নাসিম। যতক্ষণ পর্যন্ত ওনার হার্ট বন্ধ না হয়েছে বা অন্য কিছু না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চলবে।

সিটিস্ক্যান করা হয়েছে কি না এমন প্রশ্নে কনক কান্তি বলেন, তিনি কোমায় আছেন। সিটিস্ক্যান করার মতো অবস্থায় তিনি নেই। সিটিস্ক্যান করতে গেলেও ঝুঁকি। অবস্থার উন্নতি হলে সিটিস্ক্যান করা হবে।