Home Second Lead সৈয়দ জামাল আহমদ আর নেই

সৈয়দ জামাল আহমদ আর নেই

সৈয়দ জামাল আহমদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: প্রবীণ আওয়ামী লীগ নেতা ও চিটাগাং চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমদ আর নেই। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল আনুমানিক ৭০।

রবিবার সকালে নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদে ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে শোকের কালোছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ জামাল আহমদ আর নেই। ইন্নালিল্লাহে…রাজেউন। রোববার সকালে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বাদ জোহর কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

সৈয়দ জামাল চেম্বারের বর্তমান কমিটির পরিচালক এবং ইতিপূর্বের  কয়েকটি কমিটিতে সহ-সভাপতি ও পরিচালক ছিলেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রথম কমিটির সভাপতি ছিলেন।

সাবেক সাংসদ এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু ও  বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-এর ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত সৈয়দ জামাল আহমদ নর্থওয়েস্ট শিপিং লাইন ও নর্থওয়েস্ট সিকিউরিটি লিঃ’র ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন।