Home Second Lead হাজি বিরানি জব্দ করে এতিমখানায়

হাজি বিরানি জব্দ করে এতিমখানায়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: হাজি বিরানি জব্দ করে এতিমখানায় দিয়েছে সিটি কর্পোরেশন।

কর্পোরেশন সূত্র জানায়, আগ্রাবাদ মোড়ে হাজি বিরানি তাদের দোকান সম্প্রসারণ করেছিল ফুটপাত পর্যন্ত। তা উচ্ছেদ করা হয়। কিন্তু হাজি বিরানি আবার সেখানে পসরা বসায়। সে সংবাদ সিটি প্রশাসনের কাছে পৌঁছলে সাথে সাথে সেখানে কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটকে হস্তক্ষেপ করতে বলেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন। কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট বিরানিভর্তি ডেকসি জব্দ করেন।

সেই বিরানি কদম মোবারক এতিমখানার নিবাসীদের মধ্যে বিতরণ করা হয়।