Home Second Lead হাসান মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দেশে-বিদেশে দোয়া মাহফিল

হাসান মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দেশে-বিদেশে দোয়া মাহফিল

হাসান মাহমুদ চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বিশিষ্ট শিপিং ব্যবসায়ী, দানবীর আলহাজ হাসান মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দেশে ও বিদেশে দোয়া মাহফিল হয়েছে।

রবিবার বাদ মাগরিব অস্ট্রেলিয়ার রকডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা মাহফিলে অংশ নেন। কাতারে প্রবাসী ব্যবসায়ী মহসিন চৌধুরী সেখানে দোয়া মাহফিলের আয়োজন করেন। দুবাই, আবু ধাবি এবং ইন্দোনেশিয়ার বালিতেও রবিবার বিশেষ মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।  এসব মাহফিল থেকে হাসান মাহমুদ চৌধুরীর শেফায়ে কামেলা কামনা করা হয়।

রবিবার বাদ জোহর চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি কার্যালয়ে খতমে কোরআনের আয়োজন করা হয়। বাদ আসর বি-ব্লক জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবাসিক এলাকার বিভিন্ন স্থানে ব্যানার টানানো হয়েছে হাসান মাহমুদ চৌধুরীর রোগমুক্তির জন্য দোয়া চেয়ে।

হাসান মাহমুদ চৌধুরী চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এবং কাশেম নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান। তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীতে বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁর করোনা আক্রান্ত হওয়ার সংবাদে আবাসিক এলাকার জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

হাসান মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনা করে যেসব প্রতিষ্ঠান দোয়া মাহফিল করেছে সেগুলোর মধ্যে রয়েছে:   জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, আলমগীর খানকা শরীফ পশ্চিম ষোলশহর,  বলুয়ারদীঘি খানকা শরীফ,  তৈয়বিয়া মসজিদ, কালুরঘাট তৈয়বিয়া তাহেরিয়া-দরসে নেজামীহেফজখানা ও এতিমখানা,  চট্টগ্রাম।হযরত খাজা গরীবে নেওয়াজ মসজিদ,বোয়ালখালী,চট্টগ্রাম হযরত শোকর আলী শাহ মাইজভান্ডারী (রহ:)মাজার শরীফ, বেঙ্গুরা,হযরত ইদ্রিস খান (রহ:)জামে মসজিদ, জান আলী খান চৌধুরী বাড়ি,মোহরা, মনহুর আলি খান চৌধুরী জামে মসজিদ, পশ্চিম মোহরা এবং  জান আলী খান চৌধুরী  জামে মসজিদ।

দেশে করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে হাসান মাহমুদ চৌধুরী ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছেন কাশেম-নুর ফাউন্ডেশনের ব্যানারে। বিভিন্ন সংগঠনকে করোনা চিকিৎসা সামগ্রী অনুদান দিয়েছেন। করোনায় নিহত কয়েকজন পুলিশের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন। এছাড়া, বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে বিতরণ করেছেন ত্রাণ সামগ্রী।