Home আন্তর্জাতিক ৩ শতাধিক চিনা পণ্যে বিধি-নিষেধ দিচ্ছে ভারত

৩ শতাধিক চিনা পণ্যে বিধি-নিষেধ দিচ্ছে ভারত

বিজনেসটুডে২৪ ডেস্ক

লাদাখের ঘটনার জেরে চিনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অর্থনৈতিক পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। চিনের প্রচুর দ্রব্য আমদানি হয় ভারতে। সস্তা থেকে দামি, সেসব জিনিসে ছেয়ে থাকে বাজার। এবার সেই ক্ষেত্রে রাশ টানতে চলেছে ভারত।

চিন থেকে আমদানিতে বড়সড় কাটছাঁট হচ্ছে।  রিপোর্ট অনুযায়ী, ৩৭১ ধরনের জিনিসের উপর বিধি-নিষেধ জারি করতে চলেছে ভারত। এর মধ্যে রয়েছে চিনের তৈরি খেলনা, প্লাস্টিকের জিনিসপত্র, খেলাধূলার জিনিস, ইলেকট্রনিক্স দ্রব্য, ঔষধ ইত্যাদি।

চিনা দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া হবে  যাতে ভারতে বিভিন্ন জিনিসপত্র তৈরির কাজ শুরু হয়। চিন থেকে আসা ১০০ টি দ্রব্যের উপর শুল্ক বাড়ানোর চিন্তাভাবনাও হচ্ছে।

পাশাপাশি, অন্যান্য দেশ থেকে বিকল্প হিসেবে জিনিসপত্র আমদানি করা যায় কিনা, সেটাও খতিয়ে দেখছে ভারত।