Home Third Lead চান্দগাঁও আবাসিক জামে মসজিদে ৮ হাজার মুসল্লির জুমার নামাজ আদায় স্বাস্থ্যবিধি মেনে

চান্দগাঁও আবাসিক জামে মসজিদে ৮ হাজার মুসল্লির জুমার নামাজ আদায় স্বাস্থ্যবিধি মেনে

সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের অবস্থান
  • মসজিদের ভিতরে-বাইরে জীবানুনাশক স্প্রে
  • প্রধান ফটকে জীবানুনাশক টানেল
  • স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নামাজ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরীর অন্যতম আবাসিক এলাকা চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লক জামে মসজিদে শুক্রবার প্রায় ৮ হাজার ধর্মপ্রাণ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব রক্ষা করে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

পবিত্র মাহে রমজানের পর আজ ছিল প্রথম জুমা। চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মসজিদে নামাজ আদায়ের জন্য সরকার যেসব বিধি নিষেধ দিয়েছেন সেগুলো পুরোপুরি প্রতিপালন করে নামাজে জুমা আদায় হয় সেখানে।

বিধি নিষেধ প্রতিপালনের যাবতীয় ব্যবস্থা করে কাশেম-নূর ফাউন্ডেশন।

কাশেম-নুর ফাউন্ডেশনের সৌজন্যে মসজিদের ফটকে স্থাপিত দুই কক্ষ বিশিষ্ট জীবাণুনাশক ট্যানেল

মসজিদের প্রথম, দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ তলায় ভিতরে এবং বাইরে জীবানুনাশক ছিটানো হয়। মসজিদের মূল ফটকে স্থাপিত জীবানুনাশক টানেল ‍দিয়ে জীবানুমুক্ত হয়ে মুসল্লিরা ভিতরে প্রবেশ করে বেশ স্বস্তি বোধ করেন।

আবাসিক এলাকা কল্যাণ সমিতি ইতঃপূর্বে মাইকিং করে মুসল্লিদের মসজিদে যাওয়ার সময় জায়নামাজ নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে দেয়। সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরীর পরামর্শে   চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের বাসিন্দাদের  স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়।

আবাসিক এলাকার বাড়ি মালিক এবং ভাড়াটেদের পরামর্শ দেয়া হয়েছে যেন কোন বহিরাগত প্রবেশ না করে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। সড়ক, গলি ও দোকানের সামনে জটলা ও আড্ডা না দেয়া এবং নামাজ শেষে দ্রুত মসজিদ কমপ্লেক্স এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। এছাড়া, কোন সড়কে যুবক ও কিশোরদের আড্ডা দেখলে সাথে সাথে থানা অথবা কল্যাণ সমিতিকে অবহিত করতে বলা হয়েছে।

চাঁন্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি ( বি-ব্লক ) এর পক্ষ থেকে এসব সতর্কতা জানিয়ে ব্যাপক মাইকিং করা হয়েছে।