বিজনেসটুডে২৪ ডেস্ক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।
এদিন মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। পরে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী জিয়া উদ্দিন জিয়া অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করলে আদালত আগামী ১৮ নভেম্বর শুনানরি দিন ধার্য করেন।