চট্টগ্রাম: আধ্যাত্মিক প্রতিষ্ঠান বায়তুশ শরফের পীর হিসেবে দায়িত্বভার নিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী।
তিনি হাদিয়ে জামান শাহ মাওলানা আবদুল জববার (রহ) এর সাহেবজাদা।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ও মজলিসুল ওলামা বাংলাদেশের এক যৌথ সভা গত ২৩ মে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।
মজলিসুল ওলামা বাংলাদেশের সিনিয়র সদস্য বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ (আহসান সাইয়্যেদ)।
পরে সকলের সর্বসম্মতিক্রমে বায়তুশ শরফের খাদেম হিসেবে বায়তুশ শরফের প্রধান রূপকার শাহসুফী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রহ:) এর সাহেবজাদা আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীকে পীর হিসেবে মনোনীত করা হয়।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এবং মজলিসুল ওলামা বাংলাদেশের সভাপতি হিসেবেও নাম ঘোষণা করা হয়।
সভা শেষে পীর আল্লামা আবদুল হাই নদভী উপস্থিত সকলকে তাওবা, বাইয়াত করেন এবং মোনাজাত পরিচালনা করেন।
মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভীর জন্ম ১৯৬৪ সালে । ১৯৯৩ সাল থেকে বায়তুশ শরফ আদর্শ কামিল (এম,এ) মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সেক্রেটারি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ইসলামি ইনস্যুরেন্স লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য।
-সংবাদ বিজ্ঞপ্তি।