Home অন্যান্য বিধবার বাড়ির অর্ধেকটাই ধসে পড়লো

বিধবার বাড়ির অর্ধেকটাই ধসে পড়লো

নয়ন দাস, কুড়িগ্রাম: রাজিবপুরে এক বিধবার বাড়ির অর্ধেকটাই শনিবার ভোররাতে ধসে পড়লো ব্রহ্মপুত্র নদে। এতে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

বাড়িটি বিধবা মনোয়ারা বেগমের। কোন জমিজমা নেই তার। বাড়িটি একমাত্র সম্বল। ৪ সন্তানকে নিয়ে সেখানে থাকেন। রান্নাঘর, গরুর গোয়ালঘর, টয়লেট, টিউবওয়েল, দু’টি টিনশেড তলিয়ে গেছে। তাতে ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। বাড়ির বাকি অর্ধেকেও থাকার উপায় নেই। তাও ধসে পড়তে পারে যে কোন সময়ে। স্থানীয়দের ধারণা ঐ এলাকা থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের পরিণতিতে বাড়িটি ধসে পড়েছে। তবে, বালি উত্তোলনে জড়িতরা দাবি করেন যে তারা ঘটনাস্থলের প্রায় ৫০০ গজ দূর থেকে বালি উত্তোলন করতেন। তাও প্রায় এক বছর আগে। তাতে এত দূরে বাড়ি ধসে পড়ার কোন কারণ নেই।

রাজিবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা নবীরুল ইসলাম জানান, ‘স্পটে গিয়ে আমি ওই বাড়িটি পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে। ড্রেজার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’