Home অন্যান্য মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার শওকত আলী বীর প্রতীক আর নেই

মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার শওকত আলী বীর প্রতীক আর নেই

মেজর (অব.) শওকত আলী (বীর প্রতীক)

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: মহান মুক্তিযুদ্ধে নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) শওকত আলী বীর প্রতীক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার বিকেল টা ৫৫ মিনিটে চট্টগ্রাম সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর

পারিবারিক সূত্র জানায়, তিনি হার্ট, লিভার কিডনি রোগে ভুগছিলেন। গত ১০ দিন ধরে সিএমএইচ ভর্তি ছিলেন

রবিবার দুপুরে বন্দর নগরীর গরিব উল্লাহ শাহ মাজারে জানাজা শেষে দাফন করা হবে

মেজর (অব.) শওকত আলী (বীর প্রতীক) এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার পৈত্রিক নিবাস নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কট্টেশ্বর গ্রামে হলেও তিনি চট্টগ্রামে নাসিরাবাদ এলাকায় সপরিবারে বসবাস করতেন। তার বাবা রেলওয়ের চিফ ট্রাফিক ম্যানেজার এম আশরাফ আলী মা শিরিন আরা বেগম। শওকত আলীর জন্ম বেড়ে ওঠা চট্টগ্রাম শহরেই

শওকত আলী সেন্ট প্ল্যাসিডস স্কুল থেকে ১৯৬৮ সালে ম্যাট্রিক পাশ করেন। ভর্তি হন চট্টগ্রাম গভর্মেন্ট কলেজে। এরপর ১৯৭০ সালে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে থাকাকালীন সময়ে শওকত আলী চট্টগ্রামে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সাথে যুক্ত হয়ে ১৯৭১ এর এপ্রিলে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন

তিনি ১৯৭১ সালের মে মাসে রিক্রুট হন সেনাবাহিনীতে। তারপর সাড়ে চার মাস ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণও নেন। ১২ অক্টোবর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন নম্বর সেক্টরে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম

মুক্তিযুদ্ধে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি যুদ্ধ এবং হেঁয়াকোনাজিরহাট এলাকায় একাধিক লড়াইয়ে অংশ নেন