চট্টগ্রাম: ‘জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই’ শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন চলমান করোনা সংকটে মোবাইল কোম্পানিসমূহের নিরবতা দুঃখজনক।
এক বিবৃতিতে বলেন, বিভিন্ন মোবাইল কোম্পানী বিজ্ঞাপনের জন্য শত শত কোটি কোটি টাকা ব্যয় করে। বিভিন্ন উৎসবেও তাদের খরচের মাত্রা অবাক করে। কিন্তু সেই মোবাইল কোম্পানীগুলোও চিকিৎসা সেবার সংকটময় এ মূহুর্তে জনগনের পাশে নেই। কতোখানি নিষ্ঠুর নির্দয় বিবেকের হলে মানুষের সংকটময় সময়ে নিরব থেকে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? এদের দুঃখজনক নিরবতাও আমাদেরকে ব্যথিত করছে।
চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। সংক্রমণের দিক থেকেও চট্টগ্রামের মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাই চট্টগ্রামের মানুষকে বাঁচাতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়,আপনারা উদ্যোগী হলে নিশ্চয়ই চট্টগ্রামের মানুষের স্বাস্থ্য সেবার দুর্দশা কিছুটা লাঘব হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
সুজন বলেন, নগরবাসী সোচ্চার হওয়ার ফলে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থায় কিছুটা গতি এসেছে যেটা অস্বীকার করার কোন উপায় নেই। তাছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় স্থাপিত ফিল্ড হাসপাতাল এবং আইসোলেশন সেন্টারগুলোও নগরবাসীর চিকিৎসা ব্যবস্থায় প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে।
নগরীর পুরো চিকিৎসা সেবাকে উপযুক্ত সমন্বয় করে এক ছাতার নিচে নিয়ে আসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের একজন উর্দ্ধতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানান তিনি।