চাকরি খোঁজা, জীবন গড়া – পর্ব ৪
আমিরুল মোমেনিন:
সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রাম। পাকা রাস্তা নেই, বিদ্যুৎ থাকে মাঝেমধ্যে, অনেক সময়ই তা চলে যায় দীর্ঘ সময়ের জন্য। সেখানেই বড় হয়েছেন লিজা আক্তার। বাবা দিনমজুর, মা গৃহিণী। দুই ভাইবোনের পরিবারে প্রতিদিনের খাবার জোটানোই ছিল প্রধান সংগ্রাম।
লিজার স্বপ্ন ছিল খুব সাধারণ, একটি সরকারি চাকরি, যেখানে নিয়মিত বেতন থাকবে, সমাজের চোখে সম্মান পাবেন। কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পরই বুঝতে পেরেছিলেন, এই স্বপ্ন বাস্তব থেকে বহু দূরে।
বাড়িতে বসেই দিন কেটেছে। কখনও ইউটিউবে নানা ভিডিও দেখা, কখনও ছোট ভাইকে পড়ানো, আবার কখনও পাড়ার মেয়েদের প্রাইভেট পড়ানো। এমন সময় ইউটিউবে একদিন চোখে পড়ে এক ভিডিওর শিরোনাম, যেখানে বলা হয়েছিল ঘরে বসে আয় করার উপায়।
প্রথমে অবিশ্বাস, পরে আগ্রহ, তারপর সাহস করে পথচলা শুরু। একদিন দশ টাকা রিচার্জ করে মোবাইলে ইন্টারনেট চালু করলেন। গুগলে খুঁজে খুঁজে শিখতে লাগলেন কাগজে লেখা তথ্য কীভাবে কম্পিউটারে টাইপ করতে হয়, কাকে বলে সহকারী হিসেবে অনলাইনে কাজ করা।
প্রথম এক মাসে কোনো আয় হয়নি। শুধু শিখেছেন। দ্বিতীয় মাসে একটি ফেসবুক পাতা খুলে পরিচিতদের বললেন, কারও ব্যবসায়িক হিসাব টাইপ করে দেবেন, দরকার হলে ফর্ম পূরণ করে দেবেন, বিনিময়ে মাসে দুই শত টাকা করে নেবেন।
তৃতীয় মাসেই এক কাপড় ব্যবসায়ী তাঁকে কিছু বিল টাইপ করতে দেন। লিজা কাজটি যত্ন করে করেন। সেই কাজ দেখে অন্য দোকানদারও তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরপর ধীরে ধীরে গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে তাঁর কাজের খ্যাতি। পরে হোয়াটসঅ্যাপ নামের একটি অ্যাপে পরিচিতদের কাজ করতে থাকেন। এক সময় আরও কিছু ওয়েবসাইটে নাম লেখান, যেখানে বাইরের লোকজনও কাজ দিয়ে থাকেন।
এক বছরের মাথায় লিজা এখন প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেন, যার বিনিময়ে মাসে বার থেকে পনের হাজার টাকা পর্যন্ত আয় করেন। দুপুরে রান্না করেন, বিকেলে গ্রামের ছোট ছোট মেয়েদের পড়াতে বসেন, একেবারে বিনা পয়সায়।
লিজা বলেন, আগে ভাবতাম শহরে না গেলে কিছুই হয় না। এখন বুঝেছি, ইচ্ছা থাকলে নিজের ঘরই হয়ে উঠতে পারে অফিস। চাকরির জন্য অপেক্ষা না করে নিজের কাজ গড়ে তোলাই সবচেয়ে বড় শক্তি।
ভাবনার জায়গা
- ইচ্ছা আর অধ্যবসায় থাকলে প্রযুক্তিই হতে পারে পরিবর্তনের চাবিকাঠি
- গ্রামের মেয়েরাও ঘরে বসে আয় করতে পারে, যদি সঠিক দিক পায়
- শিক্ষার চেয়ে বড় প্রয়োজন আত্মবিশ্বাস ও শিখতে জানার আগ্রহ
📌 আপনিও কি লিজার মতো নিজের পথ তৈরি করতে চান?
📱 আপনার হাতে থাকা মোবাইল ফোনই হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার উপায়।
💬 কমেন্টে জানান আপনি কোন পথ খুঁজছেন, কোথা থেকে শুরু করতে চান।
📨 আপনার নিজের গল্প লিখে পাঠান আমাদের কাছে। আমরা ভবিষ্যতের কোনো পর্বে তা প্রকাশ করতে পারি।
❤️ প্রতিবেদনটি ভালো লাগলে পছন্দ করুন
🔁 বন্ধুর সঙ্গে ভাগ করে নিন
📢 যাতে আরও কেউ অনুপ্রেরণা পায়, ছড়িয়ে দিন
চোখ রাখুন বিজনেসটুডে২৪ ডটকমে, পরবর্তী পর্ব আসছে খুব শিগগির।