Home বিনোদন  লাবণ্যর বেলি ডান্সে মুগ্ধ প্রিয়াঙ্কা চোপড়া, প্রশংসায় ভরছে বলিউড

 লাবণ্যর বেলি ডান্সে মুগ্ধ প্রিয়াঙ্কা চোপড়া, প্রশংসায় ভরছে বলিউড

ছবিঃ সোশ্যাল মিডিয়া

বিনোদন ডেস্ক:

ছত্তিসগড়ের ছোট্ট শহর মানিকপুর থেকে উঠে আসা ১৬ বছরের কিশোরী লাবণ্য দাস এখন নেটদুনিয়ার নতুন তারকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি বেলি ডান্সের ভিডিয়ো ঝড় তুলেছে। আর সেই ঝড়ে মুগ্ধ হয়েছেন স্বয়ং প্রাক্তন মিস ওয়ার্ল্ড এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

আশা ভোঁসলের কালজয়ী হিট গান ‘পিয়া তু আব তো আজা’-এর তালে অনবদ্য বেলি ডান্স করেছে লাবণ্য। সাদাকালো ফ্রেমে মাত্র এক মিনিটের সেই ভিডিয়ো নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছিল সে। তার শরীরী ভঙ্গিমা আর বিটের সঙ্গে নিখুঁত স্টেপ দেখে চমকে উঠেছে নেটিজেনরা। সবচেয়ে বড় কথা, প্রিয়াঙ্কা চোপড়া নিজে সেই ভিডিয়োর স্ক্রিনশট শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

নাচের কোনও প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই এমন নিখুঁত পারফরম্যান্সে বিস্মিত সবাই। ভিডিয়োর ক্যাপশনে লাবণ্য নিজেই জানিয়েছে, “আরও প্র্যাকটিস করতে হবে।” আর প্রিয়াঙ্কার শেয়ার করা স্ক্রিনশট ইনস্টাগ্রামে পোস্ট করে লাবণ্য লিখেছে, “এই মুহূর্তে আমি স্বপ্ন দেখছি।”

শুধু প্রিয়াঙ্কা নন, বলিউডের আরও অনেক তারকাও লাবণ্যর প্রতিভার প্রশংসায় মুখর। অভিনেতা অবনিত কর আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। এলি এভরাম লিখেছেন, “Stunning!” এক অনুরাগীর কথায়, “জানি না কতটা প্র্যাকটিস করে এখানে পৌঁছেছ, কিন্তু প্রত্যেকটা স্টেপ আর বিট একেবারে নিখুঁত।”

লাবণ্যর এই যাত্রা প্রমাণ করে, প্রতিভা থাকলে সুযোগ আসবেই। নিজের স্বপ্নের পথে যদি তুমি একাগ্র থাকো, তাহলে একদিন সারা দুনিয়াও তোমার দিকে তাকাবে।

📢 আপনার আশেপাশেও যদি এমন প্রতিভা থাকে, তাকে সামনে আনুন। শেয়ার করুন, উৎসাহ দিন। হয়তো পরের প্রিয়াঙ্কার নজরে পড়বে সেইটিই।